ময়মনসিংহের আলমগীর মনসুর ( মিন্টু ) মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি।
শীত যেমন ধনী মানুষদের জন্য আনন্দের তেমনি অসহায় গরীব মানুষদের জন্য অভিশাপ সরূপ। এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মিন্টু কলেজ পরিবার কতৃক ” Winter Project ” নামে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নীলা ও উদয়ের নেতৃত্বে পরিচালনা করা হয় এই প্রকল্পটি।
কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী তাদের এই কাজের জন্য তাদেরকে অনুপ্রেরণা দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা করেন।
প্রকল্প প্রধান ” নীলা” বলেন, ভবিষ্যতে আমরা এইভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
প্রকল্পের আরেক প্রধান ” উদয়” জানান, এতো মহৎ একটি কাজ একার পক্ষে সম্ভব ছিলো না।
কলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্যই আমাদের উদ্যোগটি সফলভাবে শেষ হয়েছে। এইজন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।