জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত ভাড়ার জন্যে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
ব্যাটারী চালিত রিক্সায় চড়ে বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল বাজার, বাসস্ট্যান্ড পর্যন্ত মাত্র ২কিঃমিঃ রাস্তা যেতে গুনতে হয় ৩০-৪০ টাকা। বিশ্ববিদ্যালয়ের আশ-পাশে অন্য কোনো বিপণন কেন্দ্র না থাকায় প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ত্রিশাল বাজার/বাসস্ট্যান্ডে একাধিকবার যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। দুরত্বের তুলনায় বিশ্ববিদ্যালয় অঞ্চলে এরকম ভাড়ার কারনে কষ্ট পোহাচ্ছেন শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘ত্রিশালের স্থানীয় চালকরা একজোট হয়ে, ইচ্ছে করেই এইরকম ভাড়া নির্ধারণ করেছে, দেশের অন্য কোথাও ২ কিঃমিঃ রাস্তার ভাড়া ৩০/৪০ টাকা নেই। আমরা অনেকবার এই বিষয় নিয়ে কথা বলেছি, কোনো সমাধান আসেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, স্থানীয় চালক সমিতি ও প্রশাসনের সাথে কথা বলে দুরত্ব অনুযায়ী যেন সঠিক ভাড়া নির্ধারণ করে এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড পর্যন্ত যে ভাড়া দিতে হয় এটা অবশ্যই তুলনামূলক বেশি ভাড়া। আমরা খোঁজ নিয়ে দেখবো স্থানীয় প্রশাসন ও চালক সমিতির সাথে কথা বলে এই বিষয়টির সমাধান করা যায় কিনা।’
স্থানীয় ভ্যান/অটোরিক্সা চালকদের সাথে কথা বললে তারা বলেন, ‘আগে থেকে এইরকম করে সবাই ভাড়া দিয়ে আসতেছে, নতুন করে ভাড়া কম নিলে আমরা কি করে চলবো! সবকিছুর ই তো দাম বাড়তি।’