ময়ময়নসিংহ রেঞ্জে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সাংস্কৃতিক দল কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী ও আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাসহ সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির ময়মনসিংহ রেঞ্জের পরিচালক (অতি. দায়িত্ব) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।