ঢাকাMonday , 15 November 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘যে আমারে কোবাইলো, পুলিশ তারেই চার্জশীট থাইক্ক্যা বাদ দিলো’

Link Copied!

‘যে আমারে কোবাইলো পুলিশ তারেই চার্জশীট থাইক্ক্যা বাদ দিলো’। ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন উপজেলার সহনাটি গ্রামের নজরুল ইসলাম (৪০)।

সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান, তার ওপর হামলাকারী মনজুরুল হকসহ আরো তিনজনকে পুলিশ মামলার চার্জশীট থেকে বাদ দিয়েছেন। এরা এখন তার পরিবারের লোকজনকে নানা হুমকি দিচ্ছেন। যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই শামছুল ইসলাম দাবি করেন যে, তিনি তদন্তে যাদের অপরাধী হিসেবে পেয়েছেন, তাদের নামেই আদালতে চার্জশীট দিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে মামলার বাদী আহত নজরুল ইসলামের ভাই সাইদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, দশ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশি হাসেম দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়।

এ ব্যাপারে ২৭ মার্চ হামলাকারি হাসেম, মাহবুব, মনজুরুল হক, ফজলু, নাজমুল, মলি আক্তার, বজলুসহ ৪/৫ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। গত ১০ অক্টোবর পুলিশ অভিযুক্ত মনজুরুল হক, মলি আক্তার ও বজলুকে বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করে। মনজুরুল হক তার ভাই নজরুলকে কুপিয়ে গুরুতর জখম করে। সে এখনো চিকিৎসাধীন। আসামী মলি তার চাচা আব্দুল মান্নানের মাথায় আঘাত করে। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। তিনি আরো বলেন, মামলা করার পর পুলিশ এ পর্যন্ত ৩০/৪০ হাজার টাকা নিয়েছে। ভালো ব্যবহারটুকুও করেনি। আসামীদের গ্রেপ্তারেও পুলিশের আন্তরিকতা নেই। সাংবাদিক সম্মেলনে সাইদুল ইসলামের বাবা-মাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।