এমপি মমতাজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মানিকগঞ্জ-২ আসনের (সিঙ্গাইর-হরিরামপুর) সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ব্যক্তিগত গাড়ি ও অনুগত একডজন রাজনৈতিক নেতাকর্মী নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চারিগ্রাম ইউনিয়নের ২৭ নম্বর চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গাড়ি নিয়ে যান মমতাজ বেগম। পরে ভোটকেন্দ্রের বুথের ভেতরে যান। একই সঙ্গে ভোটকেন্দ্রের ভেতরে পোলিং এজেন্ট ও প্রার্থীর এজেন্টদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটগ্রহণের বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেওয়ান মো. রিপন হোসেনসহ আওয়ামী লীগ ও যুবলীগের একডজনের বেশি নেতাকর্মী। নেতাকর্মীদের উদ্দেশে এমপি মমতাজ বেগম বলেন, আমি আমার জয়মন্টপ ইউনিয়নে ভোট দিয়েছি।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ভোটকেন্দ্রে এমপি হিসেবে ঘুরে বেড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যতদিন আচরণবিধির বিষয় ছিল, ততদিন এলাকায় আসিনি। আমি কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করছি মাত্র। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে কিনা তা দেখতে এসেছি।

ভোটকেন্দ্র পরিদর্শনের মধ্য দিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে এমপি মমতাজ বলেন, আমি প্রশাসনের সঙ্গে আলোচনা করে কেন্দ্রে এসেছি। তারা বলেছেন, একটু দেখে গেলে সমস্যা নেই।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্য হিসেবে মমতাজ বেগম কেন্দ্রে আসতে পারেন না। তবে তিনি নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।

শেখ মুহাম্মদ হাবিবুর রহমান আরও বলেন, বিষয়টি জানার পর আমি এমপি মমতাজ বেগমের সঙ্গে কথা বলেছি। তিনি ভোটকেন্দ্র থেকে চলে গেছেন।

আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে শোকজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, এ ব্যপারে যদি কেউ অভিযোগ দেন তাহলে আমরা বিষয়টি প্রধান নির্বাচন কমিশনকে জানাবো। তারা যেভাবে নির্দেশ দেবেন, আমরা সেভাবে কাজ করবো।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এমপি মমতাজ বেগমের সঙ্গে কথা বলবো।

Share this post

scroll to top