ইউপি নির্বাচনের নামে খুনোখুনি চলছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে খুনোখুনি চলছে। নির্বাচনের নামে প্রহসন চলছে, তামাশার নির্বাচন চলছে দেশে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ‘জাতীয় মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদ’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই পরিষদ আজ থেকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

কাদের বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধান অনেক ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা প্রয়োগ করছে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।’

জাপা চেয়ারম্যান অভিযোগ করেন, ঠুনকো কারণে তার দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দিচ্ছে ইসি।

তিনি বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হতে মরিয়া সরকার দলীয় প্রার্থীরা। আবার সরকার দলীয় প্রার্থীরা হামলা-মামলা করছে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর। সরকারি দলের সমর্থকরা নির্বাচনের মাঠে দাঁড়াতে দিচ্ছে না ভিন্নমতাবলম্বীদের।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ হচ্ছে সব চেয়ে কম ক্ষমতার একটি প্রতিষ্ঠান, যেখানে বাজেটও থাকে স্বল্প। কিন্তু, নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ ভোট দিতে না পারাটা দুর্ভাগ্যজনক।’

ইকরাম হোসেন বাবুর সভাপতিত্বে এবং প্রিয়াঙ্কা সুকমলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু প্রমুখ।

Share this post

scroll to top