ময়মনসিংহে র্যাবের উদ্যোগে কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর সরকারি ল্যাবরেটরি হাই স্কুলে আয়োজিত সভায় প্রধান শিক্ষক আঞ্জুমানারার সভাপতিত্বে বক্তব্য রাখেন র্যাব-১৪ এর অধিনায়ক মেজর আখের মাহমুদ জয় ও সহকারি পরিচালক আনোয়ার হোসেনসহ অন্যরা।
সভায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বক্তারা কিশোর অপরাধ দমনে সন্তানদের নৈতিক শিক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। ##