পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানো স্ত্রীকে ফিরে পেতে ফেসবুকে স্বামীর আকুতি

নিজের জন্য নয়, সন্তানের কথা চিন্তা করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানো স্ত্রীকে ফিরে পেতে আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এক যুবক (৩০)।

তারপরও স্ত্রী ফিরে না আসলে বরগুনা থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি।তবে সেই পোস্টটি রাতারাতি ভাইরাল হয়ে যায়।  বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, ২০১০ সালে ওই যুবকের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের ওই গৃহবধূর। সংসার জীবন তাদের ভালোই চলছিল। দুজনে মিলেই তাদের দোকান চালাতেন।

এর মধ্যে প্রতিবেশী চান মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক (৩০) নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূর। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে।

ভুক্তভোগী যুবক বলেন, আমার দুই সন্তান। একজনের বয়স (৯) ও  আরকেজনের (৭) বছর। তাদের রেখে বুধবার বেলা ১২টার দিকে সিদ্দিকের সঙ্গে পালিয়ে যায় আমার স্ত্রী। রাতে বাসায় ফিরে তাকে না দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। এদিকে তাকে কোথাও না পেয়ে বরগুনা থানায় বৃহস্পতিবার জিডি করতে যাই। ডিউটি অফিসার আমাকে জিডি না নিয়ে কোর্টে মামলা করতে বলেন।

আমি আমার স্ত্রীকে না পেয়ে তাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে শুক্রবার রাত ১০টায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেই। পোস্টের এক জায়গায় যুবক লেখেন— আমার কথা না ভেবে আমাদের সন্তানদের কথা ভেবে ফিরে এসো তুমি। এর কিছুক্ষণ পর পোস্টটি ভাইরাল হয়ে যায়। রাতারাতি বাড়তে থাকে শেয়ার ও কমেন্টস।

মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে বরগুনা থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, আমি সারাদিন ট্রেনিংয়ে ছিলাম। এ ব্যাপারে আমি কিছুই জানি না। তবে কেউ মামলা করতে আসলে মামলা নেওয়া হবে।

 

Share this post

scroll to top