চিত্রনায়িকা পপির মা হওয়ার গুঞ্জন

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি পুত্রসন্তানের মা হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র পাড়ায়। রাজধানীর একটি হাসপাতালে গত বৃহস্পতিবার তিনি পুত্র সন্তান জন্ম দেন বলে জানা গেছে।

ইতোমধ্যে এ বিষয়ে অবগত এক চলচ্চিত্র পরিচালকের বরাতে সংবাদও প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।

জানা যায়, ডাক্তারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে পপির সন্তান।

যদিও সন্তান জন্ম দেওয়ার বিষয়ে পপির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক বলেন, ‘আমিও জেনেছি তিনি মা হয়েছেন। বর্তমানে মা-ছেলে দুজনই ভালো আছেন। যতদূর জানি ডাক্তারের দেওয়া তারিখ অনুযায়ী আগামী ৫ নভেম্বর তার সন্তান জন্ম দেওয়ার দিন ছিল। নির্ধারিত তারিখের আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি।’

দীর্ঘদিন থেকেই আড়ালে রয়েছেন পপি। এর কারণ হিসেবে জানা যায়, বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

Share this post

scroll to top