“শিক্ষার আলোয় ময়মনসিংহ” শীর্ষক সেমিনার অনুষ্টিত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর উদ্যোগে “শিক্ষার আলোয় ময়মনসিংহ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড, লুৎফুল হাসান।

স্টেট ইউনিভাটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহাজাহান কবির।

মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এইচ, এম মোস্তাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য ও বিষয়ের উপর আলোকপাত করেন স্টেট ইউনিভাটি অব বাংলাদেশ এর স্থাপত্য বিভাগের প্রধান ড. সাজিদ বিন দোজা। এসইউবির পরিচিতি তুলে ধরেন ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান। এসইউবির খাদ্য ও প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ড. মু শফিকুর রহমান এর সঞ্চালনায় উদ্বোধন শেষে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান স্বপন ধর। আলোচনা করেন বাকৃবি সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মোঃ আমানউল্লাহ।

Share this post

scroll to top