ময়মনসিংহে নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন কর্মসূচির প্রশিক্ষনার্থীদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে দশজন নারী উদ্যোক্তার হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেয়া হয়। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইসরাত, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।