আইনজীবী আবদুল বাসেতের মৃত্যু: বসছে না সুপ্রিম কোর্ট

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ‘গরিবের আইনজীবী’ খ্যাত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধায় বসছে না সুপ্রিম কোর্ট। বুধবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসেত মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান গরিবের আইনজীবী খ্যাত সর্বজন শ্রদ্ধেয় আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, ‘দোয়া করি আল্লাহ পাক তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।’

মরহুম এই আইনজীবীর নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট‌ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুমিল্লার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

Share this post

scroll to top