ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ময়মনসিংহের একজন ও নেত্রকোনার একজন। মৃতরা দুইজনই মহিলা।
এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৭৫ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জনের মৃত্যু হয়েছিল।
করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের সায়েদা বেগম (৬৭) ও নেত্রকোনা কেন্দুয়া উপজেলার রাজিয়া খাতুন (৫৪)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৬৭ টি নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ০ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৬১ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪১৬ জন।