১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে তিন হাজার ৫০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ চূড়ান্তভাবে মোট ১৮ হাজার ৫৫০ জন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এক্ষেত্রে সার্বিক পাসের হার ৯২ দশমিক ১৫ শতাংশ।
সরকারের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়েছিলেন। এরমধ্যে স্কুল-২ পর্যায়ে এক হাজার ৮০ জন, স্কুল পর্যায়ে ১৫ হাজার ২৪০ জন এবং কলেজ পর্যায়ে তিন হাজার ৮১১ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মোট মৌখিক পরীক্ষা দেন ২০ হাজার ১৩১ জন।
নিবন্ধনের চূড়ান্ত ফলাফল http://ntrca.gov.bd/ এবং http://ntrca.teletalk.com.bd/ ওয়েবসাইট থেকে রাত ১০টার পর জানা যাবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।