কোরআন অবমাননা ও প্রতিবাদকারী তৌহিদী জনতার উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছেন আলেম-উলামা সমাজ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) বিকেল ৫টায় ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ মোড় এলাকায় তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধন করেন তারা।
এতে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মাসুদুর রহমান, খালেদ সাইফুল্লাহ, মুফতি শহীদুল্লাহ, মো: ফরহাদ, ইয়াসিন আরাফাত, জোবায়ের আহমদ, মাহমুদুল হাসান, মামুনুর রশিদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফ অবমাননায় জড়িতদের চিহ্নিত করে বিচার করতে হবে। সেই সাথে এ ঘটনায় প্রতিবাদকারী নিরীহ তৌহিদী জনতার উপর যারা হামলা চালিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।
অন্যথায় এদেশের তৌহিদী জনতা আবারও রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।