ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোরাই তার ব্যবহার করে সেচ দেয়ার সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তারা সরেজমিনে অবৈধ সংযোগসহ একটি মিটার উদ্ধার করলেও অজ্ঞাত কারণে কোন আইনগত পদক্ষেপ নেয়া হয়নি।
জানা যায়, উপজেলার তারুন্দিয়া গ্রামের খালেক বাগের ছেলে শাহজাহান, বাদশা ও মস্তু মিয়া প্রতি সেচ মৌসুমে পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে চোরাই তার দিয়ে অবৈধ সংযোগ ব্যবহার করে আসছিল। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মিটারের আড়ালে অসাধু উপায়ে অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকার বিদুৎ বিল আত্মসাতের এমন অভিযোগ নতুন নয়।
এদিকে গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে পল্লীবিদ্যুত ঈশ্বরগঞ্জ জোনের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ও একটি মিটার উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ সংযোগের তার ও মিটার পল্লীবিদ্যুৎ অফিসে নিয়ে গেলেও বুধবার পর্যন্ত অজ্ঞাত কারণেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ সাব জোনাল অফিসের ডিজিএম মো. আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে অবৈধ সংযোগ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ময়মননিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলম জানান, এরকম ঘটনা আমি জানিনা। ডিজিএম বলতে পারবে।