বকশীগঞ্জে মহিলার মৃতদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কামালপুর ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে ছামিরন বেওয়া (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের লাউচাপড়ার ডুমুরতলা আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা যায় ছামিরন মৃত নেহাল মিয়ার স্ত্রী। তার কোন সন্তান নেই। ভূমিহীন হওয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের একটি ঘর বরাদ্দ পান মৃত ছামিরন বেওয়া।

বকশীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট গণমাধ্যমকে জানান, ধারণা করা হচ্ছে  রাতে এক বা একাধিক দুর্বৃত্তরা ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকিয়ে দেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে দেহের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান ছামিরন । পরে মৃত দেহটি সরাতে না পেরে পেছনের সিট কেটে পালিয়ে যান তারা।

ভোরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলার দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ।

এ ঘটনায় বকশীগঞ্জ নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌছান এবং মৃতদেহটি ববকশীগঞ্জ পুলিশ প্রশাসন ও বিজিবির প্রচেষ্টা লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে এনিয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়াও চলছে

Share this post

scroll to top