রাজধানীর হাতিরঝিলের মাদক সেবন করিয়ে ছাদ থেকে ফেলে নাবিল ইসলাম (১৮) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে মীরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই শাকিল জানান, দুপুরে গুরুতর আহতাবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন আমাদের বাসায় কল দিয়ে বলে নাবিল নিচে পড়ে আছে।
তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। বিকালে ডাক্তার জানান, আমার ভাই আর নেই। তাকে কয়েকজন মিলে মাদক সেবন করিয়ে তিনতলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, মীরবাগের উজ্জীবন গলি থেকে এক তরুণকে আহতাবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতের স্বজনদের দাবি— তাকে মাদক সেবন করিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। লাশ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।