লক্ষীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ল²ীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকালে সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে আলোচনা সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরই আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক সুরের রঞ্জন মর্শা, ল²ীপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক সাইফুল ইসলাম তপন, প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটির আহবায়ক মো. রুহুল আমিন মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন, প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হচ্ছে। প্রবীণরা সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ। এজন্য তাদের সম্মান দেখানো সকলেরই কর্তব্য। প্রবীণদের অবহেলা না করে তাদের যতœবান হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

Share this post

scroll to top