গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস বলেছেন, তুরস্কের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় নামার কোনো ইচ্ছা তার দেশের নেই।
গ্রিসের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম ইআরটির সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গ্রিসের প্রধানমন্ত্রী বর্তমানে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে অবস্থান করছেন। সেখান থেকে তিনি গণমাধ্যমে তুরস্কের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে নানা কথা বলেন।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস বলেন, আমার বিশ্বাস তুরস্ক বুঝতে পেরেছে, পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা কারও জন্য ভালো হবে না। এ সময় তুরস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার বিষয়ে গ্রিস আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি।
গ্রিসের এই প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ বিপর্যয়, শরণার্থীর মতো সাধারণ সমস্যা সমাধানে গ্রিস-তুরস্ক একসঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে। পরস্পর সম্মান ও বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের অংশ হিসেবে গ্রিস ও তুরস্ক অর্থনৈতিক সহযোগিতা সম্ভব। পূর্ব ভূমধ্যসাগর ও আজিয়ান সাগরে দুই দেশের মধ্যকার সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন মেনে হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি তুরস্কের সঙ্গে নানা বিষয়ে ইউরোপের দেশ গ্রিসের মতবিরোধ দেখা দেয়। জলসীমা নিয়ে গ্রিস-তুরস্ক দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তুরস্ক ভূমধ্যসাগরের একটি এলাকায় গ্যাস ড্রিলিং জরিপের জন্য একটি জাহাজ পাঠানোর ঘোষণা দেয়। এই ঘোষণার পরই গ্রিসের সঙ্গে তাদের তীব্র দ্বন্দ্ব তৈরি হয়। কারণ তুরস্কের দক্ষিণ উপকূলের কাছাকাছি ওই জায়গাটি গ্রিসেরও একটি দ্বীপের নিকটবর্তী।