রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে নজর কাড়লেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। লক্ষ্যটা নাগালে রাখতে রাখলেন বড় ভূমিকা। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বোলাররাও দুর্দান্ত নৈপুণ্য মেলে ধরলেন। তাই অধিনায়ক সঞ্জু স্যামসনের লড়াই স্বত্বেও হার মানতে হলো রাজস্থানকে।
আইপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে ৩৩ রানের জয় তুলে নেয় দিল্লি। এই জয়ে কার্যত প্লে-অফ নিশ্চিত করে ফেলল রিশভ পন্তের দল।
১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ১২১ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস। যদিও স্যামসন ৫৩ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন। অন্যরা আসলে নিজেদের মেলে ধরতে পারেনি। ৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলার ধাক্কাটাই সামলাতে পারেনি দলটি।
দিল্লির পক্ষে আরনিক নরকিয়া সর্বাধিক ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন আবেশ খান, রবিচন্দ্রন অশ্বিন, কাগিজো রাবাদা ও অক্ষর প্যাটেল।
এর আগে শ্রেয়াস আয়ারের ৩২ বলে ৪৩, রিশভ পন্তের ২৪ বলে ২৪ ও শিমরন হেটমায়ারের ১৬ বলে ২৮ রানে ৬ উইকেটে ১৫৪ রানের পুঁজি গড়ে দিল্লি।
মোস্তাফজুর রহমান ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় নেন ২ উইকেট। চেতন শাকারিয়া ৩৩ রান খরচায় নেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন শ্রেয়াস আয়ার।
১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দিল্লি। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রাজস্থান।