নির্যাতন সইতে না পেরে পুরুষাঙ্গ ও গলাকেটে স্বামীকে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় স্বামীর গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যার ঘটনায় নুর নাহার বেগম (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বালুর টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নিহত আব্দুল মান্নান উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মৃত নজির আহাম্মদের ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেফতারের পর নুর নাহার বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে বলেছেন, আব্দুল মান্নান (৪০) তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নির্যাতনে অসহ্য হয়ে রবিবার সকালে তাকে হত্যা করেন।

এ ঘটনায় রাতে লালমোহন থানায় প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, আব্দুল মান্নানকে রবিবার সকাল ৬টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যা করেন নুর নাহার। পরে নিজের দুই সন্তান নিয়ে পালিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে নুর নাহারকে ধলীগৌরনগর বালিরটেক থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে লালমোহন থানায় মামলা করেছেন।

Share this post

scroll to top