বিয়ে হবে রাতে, সন্ধায় ধর্ষণের শিকার তরুণী

বরযাত্রী আসবে রাতে। সকাল থেকে চলছিল আয়োজন। সবাই যে যার মতো ব্যস্ত। এই সুযোগে রান্না করে নেওয়ার অনুরোধে বাড়িতে ডেকে তরুণীকে (১৮) ধর্ষণ করে প্রতিবেশী। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিয়ে ভেঙে গেছে ভুক্তভোগী তরুণীর।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীপুর মডেল থানায় অভিযুক্ত আব্দুর রহমান বাবুলের (৪৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মা। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম জানান, শনিবার রাতে ধর্ষরণের শিকার তরুণীর বিয়ের কথা ছিল। কিন্তু সকালে প্রতিবেশী বাবলু তাকে বাড়িতে রান্না করে নেওয়ার কথা বলে ডেকে নেয়। পরে তাকে ধর্ষণ করে। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাবলু পালিয়ে যায়। মেয়ের বিয়ের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেও পারেননি ভুক্তভোগীর পরিবার। পাত্রপক্ষ ঘটনা জানার পর বিয়ে ভেঙে যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

Share this post

scroll to top