ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার বিকেল পর্যন্ত উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল, চরশাঁখচূড়া, ঝাওয়াইল, রায়হর, নামাচর, ঢৌকা, নলচিড়া, আমাটিয়া ও দিঘীরপাড় গ্রামের বিভিন্ন স্থানে একটি সাদা রংয়ের পাগলা কুকুর আক্রমণ চালিয়ে কমপক্ষে ১৫জনকে আহত করেছে। আহতদের গফরগাঁও, হোসেনপুর, কিশোরগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন চৌকা গ্রামের সিএনজিচালক সোহাগের ছেলে সোহান (৭) ও শ্রাবণ (১০), রায়হর গ্রামের নাড়ু পালের মেয়ে সীমা (২৮), চরশাঁখূড়া গ্রামের দিদার মিয়ার ছেলে হুসাইন (৮), দুলাল মিয়ার ছেলে পরশ মনি (১২), দিঘিরপাড় গ্রামের ছালাম (৭০), ঝাওয়াইল গ্রামের কাজল মিয়ার ছেলে নাহিদসহ (৯) আরও অনেকে।