দেশের শ্বাসরুদ্ধকর বৈরি অবস্থার অবসান ঘটিয়ে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিকে জনকল্যাণে ব্যবহারের উদ্দেশ্যে ময়মনসিংহে আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নগরীর জিনজিয়া চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবি পার্টির যুগ্ন আহ্বায়ক মেজর(অব) প্রফেসর ডা: আ: ওয়াহাব মিনার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। অধক্ষ্য মো: আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এফসিএ ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক।
অনুষ্ঠানে প্রধান বক্তা মুজিবুর রহমান মঞ্জু বলেন, দারিদ্র বিমোচন, ধনী-গরিবের মধ্যকার পাহাড়সম বৈষম্য দূরীকরণ, সম্পদের সুষম ব্যবহার ও বণ্টন, ন্যায়বিচার, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে বাংলাদেশকে ক্রমান্বয়ে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে এবি পার্টি কাজ করে যাবে। সমাজ থেকে দুর্নীতি ও রাজনৈতিক অঙ্গন থেকে পরিবারতন্ত্র বিলুপ্ত করা না গেলে দেশে অন্যায়, অত্যাচার ও জুলুম থামানো যাবে না বলেও মনে করেন তিনি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে ধর্ম, বর্ণ নির্বিশেষে কারো কোন বিতর্ক বা আক্ষেপ থাকবে না। ন্যায় বিচারের ক্ষেত্রে রাষ্ট্র যদি হয় নিরপেক্ষ এবং জনগণের কল্যাণই যদি হয় রাষ্ট্রের লক্ষ্য, তাহলে কারও মনে ভীতি বা স্বার্থ ক্ষুন্ন হবার শঙ্কা থাকবে না। সে লক্ষেই সারা দেশে এবি পার্টি তাদের কার্যক্রম চালিয়ে যাবে।