ময়মনসিংহে ক্রমেই কমে আসছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা যায়। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৪ জন এবং নেত্রকোনা জেলার একজন রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন মহিলা ও তিনজন পুরুষ। গত আগষ্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শামসুদ্দিন (৯৫)।
এছাড়াও ময়মনসিংহ সদরের দিলরুবা (১৪), গফরগাঁও উপজেলার জাফর উল্লাহ (৫৮), ত্রিশাল উপজেলার আয়েশা (৭৮) এবং নেত্রকোনা কমলাকান্দা উপজেলার গিয়াস উদ্দিন (৭৩) করোনা উপসর্গ নিয়ে মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডেও ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৯ টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২২ জন।