শেরপুরের নালিতাবাড়ি কালাকুমা বৈশাখী বাজার এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা বিভাগ (ডিবির)। গতকাল সোমবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- নালিতাবাড়ি উপজেলার কালাকুমা গ্রামের কছম উদ্দিনের ছেলে ফরহাদ (২০) ও রফিজ উদ্দিনের ছেলে হারুন মিয়া (২৩)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় ফরহাদ ও হারুনকে প্রথমে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহে তল্লাশি করে ৩০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মো. রেজাউল হক বলেছেন, আজ মঙ্গলবার দুপুরে আটক মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করলে আদালত দুজনকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।