ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের চাপায় ওয়াসিকুল ইসলাম (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

জানা যায়, নিহত ওয়াসিকুল ইসলাম নেত্রকোনার ফিরোজ আলীর ছেলে।

শনিবার (২৮ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের খিচা নামক স্থানে এ ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার খিচা নামক স্থানে আসতেই বিপরীত থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওয়াসিকুল মারা যায়।

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top