ময়মনসিংহে উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান এমপি।
শনিবার সকালে ব্রহ্মপুত্র তীরবর্তী কেওয়াটখালি ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।
এরআগে সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে যোগ দেন। সকালে ঢাকা যাবার পথে ভালুকায় সড়ক বিভাগের পরিদর্শন বাংলোতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিয় করেন।