পিএসজিতে মেসির জার্সি নম্বর এখন ৩০। অথচ মেসির পেছনে সবাই ১০ নম্বর দেখতেই অভ্যস্ত ছিল। তেমনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে ৭ নম্বর জার্সি লেপ্টে গেছে। নামই হয়ে গেছে সিআরসেভেন। সেই সেভেনটা ধরে রাখতে পারবেন তো রোনালদো?
জুভেন্টাস থেকে শৈশবের ক্লাব ম্যানইউতে নাম লিখিয়েছেন রোনালদো অনেকটা হুট করে। কিন্তু কথা হচ্ছে, প্রিয় ক্লাবে নিজের পছন্দ সাত নম্বর জার্সিটা তিনি পাবেন তো? উত্তরে রাজ্যের ধোঁয়াশা। না পাওয়ার সম্ভাবনাই বেশি।
কারণ ম্যানইউতে বর্তমানে সাত নম্বর জার্সিটা পড়েন উরুগুয়েন ফরোয়ার্ড এডিনসন কাভানি। তাকে ২০২১-২২ মৌসুমের পুরোটাই ৭ নম্বর জার্সি পরে খেলতে হবে। কেননা এ জার্সি নম্বরের বিপরীতেই নিবন্ধন করা হয়েছে কাভানির নাম। যে কারণে এখন নতুন জার্সি নম্বর খুঁজে নিতে হবে রোনালদোকে।
রোনালদো সাত নম্বর জার্সি পেতে পারেন। সে ক্ষেত্রে লিগের নিয়মে আনতে হবে পরিবর্তন। মেসির জন্য লিও ওয়ানে নিয়ম পরিবর্তন করতে পেরেছে পিএসজি। রোনালদোর জন্য সেটি করতে পারবে তো ম্যানইউ?
না পারলে সে ক্ষেত্রে ভিন্ন নম্বরে দেখা যাবে রোনালদোকে। বর্তমানে ক্লাবটির ১২, ১৫, ২৪, ৩০, ৩১, ৩৩ ও ৩৫ নম্বর জার্সি ফাঁকা আছে। এগুলোর মধ্যে যেকোনো একটিই হয়তো বেছে নিতে হবে রোনালদোকে। নতুন মৌসুমে সিআরসেভেন হয়ে যাবেন অন্য কিছু।