ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন ৭৫ সাংবাদিক

ময়মনসিংহের ৭৫ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা পেয়েছেন।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা দশ হাজার টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচারক গাঁলিভ খান, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমামউদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, এমইউজের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোতালেব ও আর্থিক সহায়তাপ্রাপ্ত দৈনিক আমাদের সময়ের ময়মনসিংহ প্রতিনিধি নজরুল ইসলাম। এসময় আর্থিক সহায়তাপ্রাপ্ত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকগণ প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা পাচ্ছেন। এই দিনটি ময়মনসিংহের সাংবাদিকদের জন্য একটি আনন্দের দিন। কেননা করোনাকালীন সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন। অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকেই মারা গেছেন। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানবিক প্রধানমন্ত্রী সকলের পাশে থাকার জন্য নানাভাবে সহায়তা প্রদান করেছেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমামউদ্দিন মুক্তা করোনা অতিমারিতে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান করায় কৃতজ্ঞতা জানান।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, ময়মনসিংহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সমন্বয় করে সাংবাদিকদের তালিকাটি পাঠিয়েছিল। সেই তালিকা অনুযায়ী সকলেই প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা পেয়েছেন। করোনায় ক্ষতিগ্রস্ত নানা শ্রেণীপেশার মানুষের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের মধ্যদিয়ে সাংবাদিকদের জন্য কল্যাণকর পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরনীয় হয়ে থাকবেন।

আতাউল করিম খোকন বলেন, আজকের দিনটি ময়মনসিংহের সাংবাদিকদের জন্য অন্যন্য দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আন্তরিক প্রচেষ্ঠার কথা সাংবাদিক সমাজ কোনো দিন ভুলবে না। কেননা এরআগে কেউ সাংবাদিকদের এভাবে আর্থিক সহায়তা প্রদান করেনি।

মোশাররফ হোসেন বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনের স্বার্থে সুস্থ ধারার সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতার নীতি ও নৈতিকতা মানতে হবে। অপসাংবাদিকতা পরিহার করতে হবে। প্রধানমন্ত্রীর উদারতা সাংবাদিক সমাজকে নতুন মাত্রা দিবে বলেও মন্তব্য করেন তিনি।

এমইউজের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বলেন, করোনাকালীন সারাদেশের সাংবাদিকরাই প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তা পেয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

ময়মনসিংহ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় বলেন, প্রথমবার যাদেরকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা সম্ভব হয়নি এবার তাদেরকে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার দশ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এরপরও কিছু সাংবাদিক বাদ পড়েছেন। তবে আমরা সবাইকেই দেয়ার চেষ্টা করেছি।

Share this post

scroll to top