বিদ্রোহীদের বিস্ফোরণে পাক সেনা কর্মকর্তা নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় এক সেনা কর্মকর্তা নিহত ও দুজন আহত হয়েছেন।

রোববার টোবো-গিরচিক এলাকায় পাক সেনার একটি গাড়ি আইইডি বিস্ফোরণে উড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন কাশিফ নামে এক সেনা ক্যাপ্টেন। গরুতর আহত হন আরও দুই সেনা।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এ তথ্য নিশ্চিতে করেছে। খবর এএনআই।

পাক সেনার দাবি, ওই অঞ্চলে সক্রিয় বেলুচ বিদ্রোহীরাই বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার পরে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরুর কথাও জানিয়েছে পাক সেনা।

বিবৃতিতে জানানো হয়েছে, আহত দুই সেনা জেলা সদর খুজদরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে শুক্রবার বেলুচিস্তানের গদর বন্দরের অদূরে একটি অসামরিক গাড়িতে আইইডি বিস্ফোরণে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছিল। ওই ঘটনার জন্যও বিদ্রোহী-গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি’-কে দায়ী করেছিল পাক সরকার।

Share this post

scroll to top