আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান। এখন থেকে হাজি মোহাম্মদ ইদ্রিস দ্য আফগানিস্তান ব্যাংকের (ডিএবি) নতুন গভর্নর হিসেবে কাজ করবেন।
তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন বলে সোমবার আল জাজিরার খবরে বলা হয়েছে।
হাজি মোহাম্মদ ইদ্রিস উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের বাসিন্দা বলে তালেবানের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
তালেবানের পুরনো নেতা মোল্লা আখতার মানসুরের সঙ্গে আর্থিক ইস্যুতে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালে ড্রোন হামলায় নিহত হন মোল্লা আখতার।
তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব স্থগিত হয়ে যায়। একই কারণে বন্ধ হয়ে যায় ব্যাংকটি।
উদ্ভূত পরিস্থিতির জন্য আশরাফ ঘানি সরকারকে দায়ী করে আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদে।
১৫ আগস্ট তালেবান কাবুল দখলের দিনই আফগানিস্তান ছেড়েছেন আজমল আহমাদে। তিনি জানান, দেশটির মুদ্রার মান রেকর্ড নেমে যাওয়া এবং নতুন করে আর কোনো ডলার তাকে সরবরাহ করা হবে না জানতে পেরে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।