ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার কবির উদ্দিন মোল্লাকে কর পরিদর্শন পরিদপ্তর ঢাকাতে বদলী করা হয়েছে।
রোববার এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) উপসচিব মো. শাহিনুজ্জামান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন। আদেশে জানানো হয়, কবির উদ্দিন মোল্লাকে ময়মনসিংহ কর অঞ্চল থেকে বদলি করে কর আপিল অঞ্চল-৩ এর অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল মুনিরকে কর অঞ্চল ময়মনসিংহে বদলি করা হয়েছে।