ময়মনসিংহ মেডিকেলের করোনাে ইউনিটে ১০জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১০ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৬জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১০৩২টি নমুনা পরীক্ষার মধ্যে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন আরও ৪জন। জেলায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৪৭।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহের নান্দাইলের আমেনা (৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭১), নেত্রকোনার কেন্দুয়ার দুখু মিঞা (৮০), জামালপুরের সরিষাবাড়ির সাজেদা (৪৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের হাসিনা (৬০), গফরগাঁওয়ের ইব্রাহিম (৭৫), ত্রিশালের ইব্রাহিম (৭০), ধোবাউড়ার জসিম উদ্দিন (৫৫), নেত্রকোনার মোহনগঞ্জের তহুরা (৫০) এবং সুনামগঞ্জের জামালগঞ্জের রইসুদ্দিন (৬০)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩০৪ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।

মঙ্গলবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৭২ জন ও আরটিপিসিআর টেস্টে ১২৯জনসহ মোট ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ১৩২জন, নান্দাইলে ৩জন, ঈশ্বরগঞ্জে ১জন, গৌরীপুরে ১০জন, ফুলপুরে ৮জন, তারাকান্দায় ৪জন, হালুয়াঘাটে ০জন, ধোবাউড়ায় ২জন, মুক্তাগাছায় ৭জন, ফুলবাড়িয়ায় ৫ জন, ত্রিশালে ৯জন ও ভালুকায় ১১জন ও গফরগাঁওয়ে ৯জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৯৬২৩ জনের করোনা শনাক্তের পর সুস্থ হয়েছেন ১৫০০৩জন। বাকি ৪৬২০জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

Share this post

scroll to top