ময়মনসিংহে যে কয়টি ট্রেন চলাচল বন্ধ থাকবে

আন্তঃনগর ও লোকালসহ সব ধরনের ট্রেন চলাচল পুরোপুরি শুরু হলেও ময়মনসিংহ থেকে বেশ কয়েকটি ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে বলে নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ রুটের ঈসাখাঁ এক্সপ্রেস, ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ এবং ময়মনসিংহ-ভৈরব বাজার রুটের একটি করে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে তাতে জানানো হয়েছে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধে শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হয়েছিল। বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এ দিন থেকে বন্ধ থাকা ডেমু ট্রেনের চলাচল শুরু হবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ।

গত ১১ আগস্ট থেকে ২০ জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে আরও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে।

Share this post

scroll to top