ময়মনসিংহ শহরে ফুডপান্ডার ডেলিভারীম্যানের চাকরির জন্য আসা এক যুবককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। আহত যুবকের নাম মো: মুনসতাসির আল মামুন (২৩)। সে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের বাসিন্দা মো. ফজলুল হকের ছেলে।
সোমবার (১৬ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে শহরের ছায়াবাণী সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ওসি (চলমান দায়িত্ব) মো: চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই যুবক বাড়ী ফিরেছে।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মুনসতাসির আল মামুন জানান, শহরে ফুডপান্ডার ডেলিভারি ম্যান হিসেবে যোগদানের জন্য এসেছিলাম। দুপুরে আমি নগরীর ছায়াবাণী সিনেমা হলের সামনে গেলে ৪/৫ জন অপরিচিত যুবক এসে আমার মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে বাঁধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে আমার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায়।