ময়মনসিংহে আরও ১৬ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১৬ জনের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১০ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৭৫), সুখ রঞ্জন (৬৫), মুক্তাগাছার মমতা বেগম (৪৫), ফুলবাড়িয়ার হাসিনা (৬০), নেত্রকোণার দুগাপুরের আয়েশা (৬৫) এবং পাবনা জেলার অন্তিমা সরকার (৬৫)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দার ইস্রাফিল (৫৫), ভালুকার শাহানাজ জামান (৪৫), গফরগাঁও উপজেলার সোহরাব (৮০) রানুজা আক্তার (৫০), গৌরীপুরের হযরত আলী (৫৪), ধোবাউড়ার মমেনা (৪০), ফুলবাড়িয়ার আজিজুল হক (৯০) এবং গাজীপুরের শ্রীপুরের রোকসানা (৫৫)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৯৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭১টি নমুনা পরীক্ষায় আরো ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন। জেলায় বুধবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৪ হাজার ৬৭১ জন হোম আইসোলেশনে রয়েছেন।

Share this post

scroll to top