ময়মনসিংহ নগরীতে এস্টোজেনেকার ২য় ডোজের টিকাদান শুরু

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় আজ থেকে এস্ট্রোজেনেকা টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। গভঃ ল্যাবরেটরিত স্কুল কেন্দ্রে আজ আজ প্রায় ২হাজার ৫০০ নাগরিককে আজ এ টিকা প্রদান করা হয়। দ্বিতীয় ডোজের এ টিকা কার্যক্রমে আগামী ১২ ও ১৪ আগস্ট তারিখে আরো ৪ হাজার মানুষকে টিকা প্রদান করা হবে।

আজ বেলা ১২ টায় এস্টোজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় তিনি নাগরিকগণের সাথে কথা বলেন এবং টিকা প্রদানের নানা বিষয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথকে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়ন করেন।

পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top