ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগষ্ট) সকালে পাওয়া ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১০ জনের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের ফাতেমা (৮০), নাজমুল হোসেইন (৬৮), ভালুকার নূরজাহান পারভিন (৬০), শেরপুর সদরের রহিমা (৪৫), জামালপুর সদরের আবুল হাশেম (৭০) ও নেত্রকোণার মদন উপজেলার বকুলা আক্তার (৬৭)।
এছাড়াও ময়মনসিংহ সদরের জয়নাল আবেদীন (৭৫), হারেস উদ্দিন (৭০), আমেনা (৮০) এবং নেত্রকোণা সদরের মঞ্জুরা (৪০) বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪২৪ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০জন।
মঙ্গলবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়,গত ২৪ ঘণ্টায় ১২৮৩টি নমুনা পরীক্ষায় আরো ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ২৪১ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৬০ জন। জেলায় বুধবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন