ময়মনসিংহে করোনায় বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মমিনুজ্জামান খান ঝান্ডা (৪৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার(১০আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়মনসিংহস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, মমিনুজ্জামান খান ঝান্ডা এই প্রতিষ্ঠানে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মৎস্য বিজ্ঞানী মমিনুজ্জামান খান ময়মনসিংহ নগরীর হামিদ উদ্দীন রোডের বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। করোনা আক্রান্ত হয়ে গত ১৯ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে শারিরীক অবস্থার অবনতি হলে গত ৫ আগষ্ট তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মমিনুজ্জামান খান ঝান্ডা ময়মনসিংহে স্বনামধন্য প্রগ্রেসিভ মডেল স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক।

Share this post

scroll to top