জেরুসালেম শহরের একটি অংশে রেললাইন নির্মাণ ও উন্নয়নের বিষয়ে ইসরাইলের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে একটি স্প্যানীশ কোম্পানী। চলতি সপ্তাহের শুরুতে ওই স্প্যানীশ কোম্পানী ইসরাইলি প্রস্তাব প্রত্যাখানের কথা ঘোষণা করে। প্রস্তাবিত রেললাইনের এই অংশটি দখলকৃত জেরুসালেম শহরের ফিলিস্তিনি অংশের অনেক ভিতরে নির্মাণ করতে হত।
স্প্যানীশ এই কনস্ট্রাকশন কোম্পানীর নাম ‘কনস্ট্রাকশন অ্যান্ড আদার রেলওয়ে সার্ভিসেস (সিএএফ)’। আল ওয়াতান ভয়েস-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে সিএএফ ঘোষণা করে যে,‘জেরুসালেম শহরের একটি অংশে রেললাইন নির্মাণ ও রেলওয়ে উন্নয়নের বিষয়ে দেয়া ইসরাইলি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। কারণ জেরুসালেম শহরের যে অংশে রেললাইন নির্মাণ ও রেলওয়ে উন্নয়নের কাজ করা হবে তা ফিলিস্তিনি ভূমির অন্তর্ভূক্ত। রেললাইন নির্মানের কাজ শুরু হলে ফিলিস্তিনি ভূমি বাজেয়াপ্ত করা হবে। আর তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
তাছাড়া এই একই কারণ দেখিয়ে এই প্রজেক্টে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে কোম্পানির শ্রমিকরা। শ্রমিকদের প্রতিনিধিরা বলছেন, পূর্ব জেরসালেমে যে অবৈধ বসতি নির্মাণ করা হয়েছে, এসব বসতিতে বাস করা ইসরাইলিদের জন্য এই রেললাইন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সমস্য হচ্ছে যে, এই রেললাইনটি ফিলিস্তিনি ভূমির ভেতর দিয়ে যাবে।
সিএএফ জোর দিয়ে জানায়,‘বিশ্বের যেকোনো শহরের যেকোনো প্রকল্প, বিশেষ করে জেরুসালেম শহরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে করতে হবে। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ ও আন্তর্জাতিক আদালত বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাবনায় বলেছে যে, তারা ফিলিস্তিনি ভূখন্ডের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে এবং এই রেললাইন নির্মাণ ও রেলওয়ে উন্নয়ন করতে হলে অবৈধভাবে দখল করা ফিলিস্তিনি ভূমিতেই করতে হবে।’