ঐতিহ্যবাহী আনন্দ মোহন ক‌লে‌জের নতুন অধ‌্যক্ষ মো. আমান উল্লাহ

ময়মন‌সিং‌হের প্রথিতযশা বিদ‌্যাপীঠ আনন্দ মোহন ক‌লে‌জের অধ‌্যক্ষের প‌দে পদায়ন হলেন প্রফেসর মো. আমান উল্লাহ ।  র‌বিবার (৮আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ স‌চিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষ‌রিত এক প্রজ্ঞাপ‌নের মাধ‌্যমে এই তথ‌্য নি‌শ্চিত হয় ময়মন‌সিংহ লাইভ।  মোঃ আমান উল্লাহ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ‌্যালয় থেকে গ্র্যাজু‌য়েশন সম্পন্ন ক‌রে ১৪তম বি‌সিএস (শিক্ষা ক্যাডারে) শিক্ষকতা পেশায় যুক্ত হন ।  পদায়নের আগে তিনি আনন্দ মোহন ক‌লে‌জের রাষ্ট‌্রবিজ্ঞান বিভা‌গের অধ‌্যাপক হি‌সে‌বে দ্বা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছি‌লেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাকতা ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃতি সন্তান।

ইতোপূর্বে সাবেক অধ‌্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌ‌মিক এর অবস‌রের পর ক‌লে‌জের গুরুত্বপূর্ণ এ পদ টি শূন‌্য থাকায় ভারপ্রাপ্ত অধ‌্যক্ষের দ্বা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছি‌লের প্রফেসর মোঃ নূরুল আফছার ।

Share this post

scroll to top