ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা থেকে বিদায় নিচ্ছেন অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার। তাকে ঢাকার স্পেশাল ব্রাঞ্চে সংযুক্ত করা হয়েছে। এ উপলক্ষ্যে কোতুয়ালী মডেল থানার উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
জানাযায়, শনিবার রাত ৮টায় কোতুয়ালী মডেল থানা প্রাঙ্গনে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে ফিরোজ তালুকদারকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলাউদ্দিন, থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলীসহ প্রমুখ।