বগুড়ায় করতোয়া নদী থেকে বালু উত্তলোনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, বগুড়া সদর উপজেলার শেখেরকোল ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়ায় করতোয়া নদী থেকে বালুতোলার পর সকাল ৮টায় টাকার ভাগবাটোয়ারা নিয়ে ওই এলাকার মোখলেছ, ইমদাদ ও খোকন শেখের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শেখেরকোলা ইউপি সদস্য ইমদাদ হোসেনের গ্রুপ তেলিহারা উত্তরপাড়ার মৃত লাল শাহের পুত্র মোখলেছুর রহমানকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে।
তিনি আরো জানান, আহত অবস্থায় মোখলেছকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সংঘর্ষে আহতরা হলেন- আব্দুর রহমান (২৪), শাবলু (২০) ও শাহাদৎ (২৬)। তারা বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মোখলেছুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।