ঈদের দিন থেকেই ময়মনসিংহে অবস্থান করছেন সিলেটের মেয়র আরিফ

এবার ব্যতিক্রমী ঈদ উদযাপন করতে হলো সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে। তিনি এবারের ঈদ শ্বশুর বাড়ি ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় উদযাপন করেছেন। মঙ্গলবার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে মেয়র আরিফুল হক চৌধুরী স্বপরিবারে সড়কপথে ময়মনসিংহে আসেন।

জানা যায়, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর শ্বশুর বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী হাদী মোহাম্মদ শহীদ হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেলে (২০ জুলাই)  নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ঈদের জামাত শেষে সকাল সাড়ে ৯টায় নওমহল বড় মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Share this post

scroll to top