ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় সাতজনসহ আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনায় তিন এবং উপসর্গে নয়জনসহ বার জন মারা গেছেন। আজ সকালে হাসপাতাল থেকে সরবরাহকৃত তথ্যে এই খবর নিশ্চিত হওয়া গেছে।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সুলতানা আক্তার (৩৪) সুলতান আহমেদ (৫৮) ত্রিশালের খোদেজা খাতুন, (৫৫) নেত্রকোনার পুর্বধলার লিফটন রায় (৩৮), দুর্গাপুরের আশরাফ আলী (১০০) মানিক চক্রবর্তী (৬৩) এবং টাঙ্গাঈল জেলার মধুপুরের শেফালি (৫৭)।

উপসর্গে মারা গেছেন, ময়মনসিংহ সদরের এরসাদ আলী (৮১), রীতা (৪৬ ) আবদুল বারি (৬৫),ফুলবাড়িয়ার মনজুরুল, (৮০ ) জয়বুন্নেসা (৮০) গৌরীপুরের নুরুল আমিন (৮০)ফাতেমা (৬০), মিনতি সরকার (৩৬) , নেত্রকোনা জেলার কেন্দুয়ার জগবন্ধু ( ৭০)। এ ছাড়া টাঙ্গাইল জেলার সাজেদা ( ৪০ ) এবং গাজিপুর জেলার শ্রীপুরের রুনা (২৮)।

আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডাঃ মোঃ মহিউদ্দিন খান এই খবর নিশ্চিত করেছেন। গত ২৪ ঘন্টায় ৩৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।আইসিইউতে চিকিৎসাধীন আছেন ২২ জন।সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮১ জন ।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে ২৪ ঘন্টায় ৪৩১টি নমুনা পরীক্ষান্তে করোনা সনাক্ত হয়েছেন ৯৮ জনের তাদের মধ্যে পিসিআর টেস্ট ৫৪ এন্টিজেন টেস্ট ৪৪ জনের। সনাক্তের ২২ দশমিক ৭৩ শতাংশ।

Share this post

scroll to top