খাগড়াছডিতে গুলিতে ইউপিডিএফের সাবেক কর্মী নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ত্রিপুরা ওরফে সাগর নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সাবেক এক কর্মী নিহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে পানছড়ির মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম অনিল কুমার ত্রিপুরা (সাগর)। তিনি একই এলাকার বাসিন্দা।

পানছড়ি থানার ওসি দুলাল হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধারে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে।

Share this post

scroll to top