ঢাকাSunday , 18 July 2021
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কান্দাহারের দান্দ জেলার নিয়ন্ত্রণ নিল তালেবান

Link Copied!

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে তালেবান যোদ্ধাদের। এরমধ্যে গুরুত্বপূর্ণ প্রদেশটির দান্দ জেলা দখলে নিয়েছে তালেবান।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ দেশটির সরকারি সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায়।

কান্দাহার প্রদেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত সেখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা।

সংসদ সদস্য খান আঘা রেজায়ী বলেন, কান্দাহারে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। একটি ফোন কলেই বেশ কয়েকটি জেলা ধসে পড়েছে।

এছাড়া পারওয়ান প্রদেশের শেখ আলী জেলাকে তালেবানমুক্ত করার দাবি করেছে আফগানিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স ফোর্স।

পারওয়ান প্রদেশের গভর্নর ফজলুদ্দিন আইয়ার বলেন, আমাদের সামরিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এভাবে আমরা অন্য জেলাগুলোও পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাব।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এখনও তালুকান শহর, মায়মানা শহর, কান্দাহার প্রদেশ এবং গজনি প্রদেশসহ ১৫ প্রদেশে তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে। এরমধ্যে শনিবারের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে সংঘর্ষের কারণে তালেবানের ২৮৪ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।

যদিও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান।

যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করার প্রক্রিয়ার শুরুর পর থেকে গত দুই মাসে দুইশর বেশি জেলা দখলে নিয়েছে তালেবান। সশস্ত্র এ গোষ্ঠীটি দেশের বিভিন্ন এলাকার দখলে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি তারা দেশের গুরুত্বপূর্ণ কিছু স্থলবন্দরও দখলে নিয়েছে। এ ছাড়া এ সংগঠনের দাবি, তাদের নিয়ন্ত্রণে রয়েছে দেশটির ৮৫ শতাংশ এলাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।