ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৩জনের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের রুবেল (৬০), ফুলবাড়িয়ার ইমান আলি (৭২), ফুলপুরের জামিলা বেগম (৬৫), মুক্তাগাছার আব্দুল কাদের (৭০), নেত্রকোনা সদরের রোকেয়া (৬৭), কেন্দুয়ার সাথিয়া (৫৫), শেরপুর সদরের সুলতানা (৬২), জামালপুর সদরের নবাব আলি (৭০), টাংগাইল মধুপুরের আব্দুর সালাম (৬৭)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের রহিমা (৬০) , মাইজবাড়ির আবু বকর (৫২), কুড়িগ্রামের রওমারির তাইজুদ্দিন (৭৫), গাজীপুর সদরের লিটন সরকার (২৩)।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৪০ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৮৫৪ জনের নমুনা পরীক্ষান্তে ২৩২ জন করোনা শনাক্ত। তার মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে পজিটিভ ১৬০ জন ও পিসিআর টেস্টে ৭২ জন রয়েছেন। শনাক্তের হার ২৭ দশমিক ১৬শতাংশ।